পেঁয়াজের বাম্পার ফলন
জেলা প্রতিনিধি :
পাবনার নয় উপজেলায় পেঁয়াজের বাম্পার ফলনে উৎপাদন এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
রবি মৌসুমে এসব উপজেলায় উৎপাদিত পেঁয়াজের পরিমাণ— ৫ লাখ ২৬ হাজার ৬৭৫ টন। উৎপাদিত পণ্য দেশের মোট চাহিদার এক-চতুর্থাংশ বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে।
পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জেলায় চলতি বছর ৪১ হাজার ৯২ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছিল ৪ লাখ ১০ হাজার ৯২০ টন। কিন্তু আবাদের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ায় উৎপাদনও ১ লাখ টন বেড়েছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম জানান, চলতি বছর সদর উপজেলায় পেঁয়াজ আবাদে ৫ হাজার ৩৮০ হেক্টর জমি নির্ধারণ করা হয়। উৎপাদন লক্ষ্য ছিল ৫৩ হাজার ৮০০ টন। ভাঙ্গুড়ায় ৬৫০ হেক্টর জমি পেঁয়াজ চাষের আওতায় আনা হয়েছে। উৎপাদন পাওয়া গেছে ৬ হাজার ৫০০ টন। ফরিদপুরে পেঁয়াজ আবাদ হয়েছিল ১ হাজার ৪০ হেক্টর জমিতে। এর বিপরীতে উৎপাদন হয় ১০ হাজার ৪০০ টন।
সাঁথিয়ায় পেঁয়াজ আবাদে জমির পরিমাণ ১২ হাজার ৭১০ হেক্টর নির্ধারণ করে কৃষি বিভাগ। কিন্তু তা লক্ষ্য ছাড়িয়ে পৌঁছেছে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে।
সুজানগর উপজেলায় ১৫ হাজার ৭৬০ হেক্টর জমিতে এর আবাদ লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা বেড়ে পৌঁছেছে ২০ হাজার হেক্টরের ওপর। এ উপজেলায় উৎপাদন লক্ষ্য ১ লাখ ৫৭ হাজার ৬০০ টন থাকলেও তা ছাড়িয়েছে ২ লাখ টনে।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল