ফের নেপালে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক :
ধারাবাহিক ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবারো নেপালে আঘাত হেনেছে ৫.৫ মাত্রার ভূমিকম্প।
শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৯ মিনিটে আঘাত হানা এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল দোলখা।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালে হলেও ভারতের বিহারেও অনুভূত হয়েছে। পরপর দুদিন একই মাত্রার ভূমিকম্প অনুভূত হল নেপালে। শুক্রবার ধাদিং জেলায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।তবে নেপাল কিংবা বিহারে সর্বশেষ ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূত্ত্ববিদরা বলছেন, বড় কোনো ভূমিকম্পের পরে এ ধরনের ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সব ভূমিকম্পকে বলা হয় আফটারশক। ১২ মে ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দোলখা জেলায়, শনিবারের নতুন ভূমিকম্পটির উৎপত্তি যেখানে। ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত আট হাজারের ও বেশী মানুষের প্রাণহানি হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর