অভিবাসীদের দায় নেবে না মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সাগরে পাড়ি দেয়া অবৈধ অভিবাসী সমস্যার দায় নিতে অস্বীকার জানিয়েছে মিয়ানমার।
এছাড়া, আমন্ত্রণপত্রে অভিবাসীদের রোহিঙ্গা উল্লেখ করলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ না নেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।
শনিবার বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের পরিচালক ঝাও-তে এসব কথা জানান।
তিনি বলেন, অভিবাসন সঙ্কটের বিষয়টি অস্বীকার করে না তার দেশ। তবে, সমস্যার উৎস হিসেবে যারা মিয়ানমারের ওপর দোষ চাপাতে চান, তাদের সে সব অভিযোগের দায় নেবে না তারা।
আরেক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অভিবাসীদের কবরের খোঁজ পাওয়া, মিয়ানমারের সমস্যা নয়। এটি থাইল্যান্ডের মানবপাচার প্রতিরোধের দুর্বলতা ও আইনের শাসন না থাকার ফল।
উল্লেখ্য, মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাওয়া কয়েক হাজার রোহিঙ্গা ও বাংলাদেশী এখনো আন্দামান সাগরে ভাসছেন। জাতিসংঘের আহবান উপেক্ষা করে তাদেরকে নিজেদের তীরে ভিড়তে দিচ্ছে না থাইল্যান্ড, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
এদিকে, মিয়ানমারের উপকুলে কমপক্ষে পাঁচটি নৌকা একহাজারের বেশি অভিবাসীকে আটকে রেখেছে পাচারকারীরা, যাদের মুক্তিপণ দেয়া না হলে ছাড়া হবে না বলে তারা জানিয়েছে। অভিবাসীদের এই সংকটের বিষয়ে আলোচনার জন্য ১৫টি দেশকে নিয়ে এক জরুরি বৈঠকের ডাক দিয়েছে থাইল্যান্ড।
প্রতিক্ষণ/এডি/কেয়া