কলম হবে সেলফোন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
দেখতে সাধারণ কলমের মতই কিন্তু একটু চ্যাপ্টা ধরণের। এই কলমে কোনো কালি না থাকলেও এটা দিয়ে লেখা যাবে। শুধু তা-ই নয়, কল করা, ফোন ধরা এবং মেসেজও পাঠানো যাবে। এই কলমটির নাম ফ্রি (Phree)।
ফ্রিকে বলা হচ্ছে স্মার্ট পেন। ফোন এবং ট্যাবলেটের জন্য বানানো হয়েছে কলমটি। তবে এটা ট্যাব বা মোবাইলের স্ক্রিন ছাড়াও লিখতে পারবে। টেবিলে লিখলেও লেখাটা উঠে যাবে মোবাইল বা ট্যাবের স্ক্রিনে। এ জন্য তাকে সংযুক্ত করতে হবে কোনো মোবাইল বা ট্যাবের সঙ্গে।
ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবের সঙ্গে সংযুক্ত করা যাবে স্মার্ট পেনটিকে। অফিস, এভারনোট এবং ভাইবারের মতো অ্যাপ্লিকেশনগুলোতেও লেখার কাজে ব্যবহার করা যাবে এই স্মার্টফোন। যেকোনো কিছুর ওপরই আপনি কলম চালাতে পারবেন, যেটা ব্লুটুথের মাধ্যমে স্ক্রিনে ফুটে উঠবে। হাতের লেখার পাশাপাশি টেক্সট মেসেজও স্বয়ংক্রিয়ভাবে টাইপ করা যাবে এর মাধ্যমে। কয়েকটি ভাষার অপশন থাকবে এই স্মার্ট পেনটিতে।
ফ্রি স্মার্ট পেনটির দাম ধরা হয়েছে ১৪৮ ডলার। বাংলাদেশি টাকায় এর দাম হতে পারে ১০ থেকে ১৫ হাজার টাকার মতো। এখন চলছে আগাম অর্ডার নেয়ার কাজ। ব্যবহারকারীরা আগামী বছরের এপ্রিলে কলমগুলো হাতে পাবেন বলে জানিয়েছে এনডিটিভির খবরে ।
সূত্র-এনডিটিভি