কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৫২

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

colomviaকলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অ্যান্টিওকিয়া প্রদেশে ভূমিধসে কমপক্ষে ৫২ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার শুরু হওয়া ভারি বর্ষণের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয়।

প্রবল বর্ষণে লিবোরিয়ানা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে, ভূমিধসের ফলে মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা। চাপা পড়াদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কি-না সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

স্থানীয় কারাকোল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার এক কর্মকর্তা জুলমা ওসোরিয় বলেছেন, আমরা সঠিক সংখ্যাটা জানি না। এটা জানি, অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ভারিবর্ষণ ও পরে ভূমিধসের কারণে অনেক পরিবার ঘরছাড়া হয়েছে।

জুলমা বলেন, এটা একটা বড় দুর্ঘটনা, বড় ট্রাজেডি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা পুরো শহরটাই তছনছ হয়ে গেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জন ম্যানুয়েল স্যান্তোষ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সূত্র: রয়টার্স

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G