বৃষ্টিতে পানির পরিবর্তে মাকড়সা!

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Australiaspiderrainঝুম বৃষ্টিতে ভেজার আনন্দ সত্যিই অন্যরকম!তাই অনেকেই এই বৃষ্টির আনন্দে মেতে ওঠে। কেউ কেউ আবার হঠাৎ বৃষ্টিতে পড়ে যান বিপাকে। কিন্তু একবার ভাবুন তো বৃষ্টিতে পানির পরিবর্তে আপনার উপর কালো কালো মাকড়সা পড়ছে!

ভাবতেই শরীর শিরশির করে উঠছে তাই না? অদ্ভুত এবং বিরল এই মাকড়সা-বৃষ্টি দেখল অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গুলবার্ন শহরের মানুষ। বৃষ্টির সাথে অগণিত মাকড়সা পড়ে ঢেকে যায় গাছপালা ঘরের ছাদ।

সাধারণভাবে ইউরোপ বা আমেরিকায় এ ধরনের মাকড়সা-বৃষ্টি যে আতঙ্ক তৈরি করত, তেমনটি অবশ্য হয়নি গুলবার্নে। সেখানকার মানুষ ব্যাপক মাত্রায় না হলেও স্বল্পমাত্রার মাকড়সা বৃষ্টি দেখেছে।

বৃষ্টির সাথে নেমে আসা এই মাকড়সাগুলো অনেক সময় গাছের ডগায় ছড়িয়ে থাকে। সেখানে জাল বুনে সেই জাল প্যারাসুটের মতো ব্যবহার করে তারা নিচে নেমে আসে। স্থানীয়দের কাছে এটা ‘বেলুনিং’ নামে পরিচিত। সূত্র: দ্য গার্ডিয়ান

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G