মাহিদুর-আফসারের রায় আজ
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর রায় ঘোষণা করা হবে আজ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।
সকাল পৌনে ৮টায় প্রিজন ভ্যানে করে ২ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নেওয়া হয়েছে।
এর আগে, গত বছরের ১৫ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহিদুর ও আফসারকে গ্রেফতার করা হয়। ১৬ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
প্রসিকিউটর শাহীদুর রহমান জানান, আসামীরা ১৯৭১ সালে বিনোদপুর গ্রামের ৩৯ জনকে ধরে নিয়ে, পাক হানাদার বাহিনীর সাহায্যে নির্যাতন চালায় এবং হত্যা করে। তিনজন সাক্ষী তাদের গুলিবিদ্ধ স্থান ট্রাইব্যুনালকে দেখিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/বাবর