ভাসমানদের উদ্ধারের নির্দেশ মালয়েশিয়ার

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

নির্দেশআন্দামান সাগরে ভেসে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী প্রত্যাশীদের উদ্ধারে অভিযান শুরু করতে মালয়েশিয়ার নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটি সাগরে ভাসাদের অস্থায়ীভাবে ঠাঁই দেবে। তবে এ কাজে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ার জলসীমা থেকে অভিবাসী প্রত্যাশীদের নৌকাগুলো তাড়িয়ে দেয়া হয়েছিল।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ত্রি-দেশীয় বৈঠকে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সাগরে ভেসে থাকা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়ে সম্মত হওয়ার পর এ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজাক। ওই দুই দেশ সবমিলিয়ে ৭ হাজার অভিবাসী প্রত্যাশীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G