খুলনায় পরিবহণ ধর্মঘট চলছে

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dhormoghotসোহাগ পরিবহণের চালকের নিঃশর্ত মুক্তি ও মধুখালী থানার ওসি প্রত্যাহারের দাবিতে দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলার ২১ রুটে পরিবহণ ধর্মঘট চলছে।

মঙ্গলবার থেকে শুধু ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকলেও আন্দোলনরত পরিবহণ শ্রমিকদের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় আজ সকাল থেকে ১০ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ পরিবহণ শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সব চেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের।

উল্লেখ্য, পরিবহণ ডাকাতি মামলায় মধুখালী থানার ওসি সোহাগ পরিবহণের চালক আইনালকে আটক করেন। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G