রাষ্ট্র থাকতেও আমরা অসহায়-সুরঞ্জিত

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

soronjitব্লগার অনন্ত বিজয়কে প্রকাশ্যে হত্যা করে হামলাকারীরা দিনে দুপুরে পালিয়ে গেলেও রাষ্ট্র তাদের ধরতে না পারায় মনে হচ্ছে রাষ্ট্র থাকতেও আমরা অসহায়।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, একের পর এক ব্লগার হত্যা করা হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কোন ব্যাবস্থা নিতে পারছিনা। এবার তারা আরো ১০জনকে হত্যার হুমকি দিয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আশা দিয়েও এখনো ধরতে পারেননি। উগ্রবাদীরা নতুন প্রযুক্তিতে অনেক শক্তিশালী। শুধু নিষিদ্ধ করলে হবে না। গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তা না হলে এর লাগাম টেনে ধরা রাষ্ট্রের জন্য আরো কঠিন হবে।

এ সময় বেগম জিয়াকে উদ্যেশ্য করে তিনি বলেন, দল পুনর্গঠণ করবেন ভালো, তবে দল থেকে পেট্রোলবোমা-যুদ্ধাপরাধী বাদ দিতে হবে। ৯২ দিনের আন্দোলনে অর্থনীতির চেয়ে বেশি ক্ষতি হয়েছে আপনার দলের।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G