অর্থমন্ত্রী-বিএসইসি বৈঠক স্থগিত

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

abul malঅর্থমন্ত্রীর সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। অর্থ মন্ত্রাণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আজ শনিবার দুপুর ১টায় অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএসইসির সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, আগামীকাল রোববার দুপুর ১টায় অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় ওই বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম, বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল হোসেন, বিএসইসির চার কমিশনার অংশ নেওয়ার কথা ছিল।

বিএসইসি সূত্রে জানা গেছে, বৈঠকের প্রধান আলোচ্য বিষয় সিডিবিএল ফি। তবে এর পাশাপাশি পুঁজিবাজারের বর্তমান অবস্থা, করনীয়, বাজেটে পুঁজিবাজারের জন্য প্রস্তাবনা-ইত্যাদি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G