বেসরকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে কঠোর রাশিয়া

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

putinসরকারের অবস্থান আরো শক্তিশালী করতে বেসরকারী প্রতিষ্ঠানকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আইন তৈরী করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ধারণা করা হচ্ছে আইনটি পাশ হলে সরকার যেকোন প্রতিষ্ঠান বা সংস্থাকে রাশিয়ায় নিষিদ্ধ করতে পারবে। মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, বিরোধীদের দমন করতে এটি সরকারের আরেকটি হাতিয়ার হয়ে উঠতে যাচ্ছে। এর ফলে যেকোন প্রতিষ্ঠান চাইলেই কোন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করতে পারবেনা।

আইনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তার জন্যে হুমকি বা ঝুঁকি হয়ে উঠতে পারে, এমন যেকোনো বিদেশী সংস্থা বন্ধ করে দিতে পারবে সরকার। পাশাপাশি তাদের অর্থদণ্ড বা কারাদণ্ডও দেয়া যাবে। ওই সংস্থার সব সম্পদ বাজেয়াপ্তসহ কর্মকর্তা-কর্মচারীকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই কঠোর আইনের ফলে সিভিল সোসাইটিরই গলা বন্ধ করে ধরা হলো। কারণ তারা চায়লেই সরকারের সমালোচনা করতে পারবে না। অনেক ক্ষেত্রেই তারা সরকারের অনুকূলে কথা বলতে বাধ্য হবে।

হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, তাদের লক্ষ্য করেই এরকম আইন তৈরি করা হয়েছে বলে তাদের মনে হচ্ছে।

অনেকেই অভিযোগ করছেন, এই আইন বিরোধীদের দমনের কাজে ব্যবহার করা হতে পারে। ২০১২ সাল থেকেই রাশিয়ায় রাজনীতির সাথে জড়িত বেসরকারি সংস্থাগুলো নানারকম বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে। বিদেশী সংস্থাগুলোকে রাশিয়ায় বিদেশী প্রতিনিধি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G