আস্থায় ফিরছে পুঁজিবাজার

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Mirza_azizসম্প্রতি বেশ কয়েকদিন যাবৎ সূচক বাড়তে থাকায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন আয়োজিত ‘পুঁজিবাজারে স্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারের অবস্থা যেমনই হোক, নতুন শেয়ার আসা উচিত বলে আমি মনে করি। কারণ এতে বাজারের গভীরতা বাড়বে। আর সেক্ষেত্রে ২-১টি কোম্পানি পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে বিদেশী বিনিয়োগকারীদের বাজারের প্রতি আকৃষ্ট করতে হবে।

রাজনৈতিক নেতাদের এমন কোনো বক্তব্য উচিত হবেনা যাতে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়। নীতি-নির্ধারকদেরও সংযত বক্তব্য দিতে হবে। আর চলমান এ ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বাজার আবারো আগের অবস্থায় ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা আজিজুল আরো বলেন, অনেকেই মনে করে শেয়ারবাজার ততটা গুরুত্বপূর্ণ নয়। অথচ এক থেকে দেড় কোটি লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেয়ারবাজারের সঙ্গে জড়িত। দেশের দারিদ্র বিমোচনে এটা ভূমিকা রাখতে পারে। অনেক বেকার যুবক-যুবতী শেয়ারবাজারকে তাদের পার্শ্ব আয়ের উৎস হিসাবে গ্রহন করতে পারে।

গোলটেবিল বৈঠকে আয়োজকদের পক্ষ থেকে আসন্ন বাজেট যাতে পুঁজিবাজারবান্ধব হয় ও বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখাসহ ২১ দফা দাবি উত্থাপন করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G