আবারও গণকবর মালেশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ার সীমান্ত অঞ্চলে একটি গণকবরে ১০০টি লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্টার পত্রিকা।
ধারণা করা হচ্ছে, লাশগুলো সমুদ্রপথে পাচার হওয়া বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের।
থাই সীমান্ত সংলগ্ন মালয়েশিয়ার উত্তরাঞ্চলকে মানবপাচারের রুট হিসেবে ব্যবহার করে থাকে পাচারকারীরা। মূলত বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সেখান দিয়ে পাচার ও আটকে রেখে নির্যাতন করা হয়।
কোন স্থানে গণকবরটির সন্ধান পাওয়া গেছে দেশটির সরকারের পক্ষ থেকে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে শুধু বলা হয়েছে পাহাড়ী এলাকার ধারে এ গণকবরের সন্ধান পাওয়া গেছে।
মালয়েশিয়ার উতুসান পত্রিকা রবিবার এক প্রতিবেদনে বলেছে, থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলের পারলিস প্রদেশের দুইটি স্থানে ৩০টি বড় কবরের সন্ধান পেয়েছে পুলিশ। কবরগুলোতে অনেক লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানানো হবে। কুয়ালালামপুর থেকে পুলিশের কমান্ডো ও ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধারস্থলে পৌঁছেছেন। ডিএনএ পরীক্ষার পর মৃতদের নাগরিকত্ব নিশ্চিত করা যাবে। মোট কতটি কবর ও লাশের সন্ধান পাওয়া গেছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, চলতি মাসের শুরু দিকে থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে কয়েকশ মানুষের কঙ্কাল উদ্ধারের পর বিশ্ব জুড়ে সমালোচনা ঝড় বইতে শুরু করে।
প্রতিক্ষণ/এডি/নুর