গণকবরের সাথে জড়িতদের খুঁজবে মালয়েশিয়া
সম্প্রতি মালয়েশিয়াতে সন্ধান পাওয়া গণকবরের সাথে জড়িত দোষীদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ার পাদাং বেসার শহরের কাছের এক গ্রামে ১৩৯টি কবরের খোঁজ পাওয়া যায়। গণকবরে অভিবাসন প্রত্যাশীদেরই মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, মৃতদেহগুলো রোহিঙ্গা নাকি বাংলাদেশিদের এ বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি৷
কুয়ালালামপুর থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরের শহর পেদাং বেসার শহরের কাছের গ্রাম ওয়াং কালিয়ান গ্রামে পাওয়া গেছে ১৩৯টি কবর৷ অনেক কবরে একাধিক লাশ রয়েছে৷ এর আগে থাইল্যান্ডেও এমন গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিলো।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানিয়েছেন, সম্প্রতি মালয়েশিয়ায় পাওয়া গণকবরগুলো নতুন নয়৷ কবরগুলো কমপক্ষে পাঁচ বছর আগের৷ সুতরাং মালয়েশিয়ায় অনেকদিন ধরেই মানবপাচারকারীরা খুব তৎপর এবং তাদের কবলে পড়ে অভিবাসন প্রত্যাশীরা যে অনেক দিন ধরেই প্রাণ হারাচ্ছেন তা পরিষ্কার৷
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ এমন আশ্বাস দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘মালয়েশিয়ার মাটিতে কবরের সন্ধান পাওয়া যাওয়াটা খুব দুশ্চিন্তার বিষয়৷ দায়ীদের খুঁজে বের করা হবে৷
প্রতিক্ষণ/এডি/নুর