পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার !
নিজস্ব প্রতিবেদক :
আপনার কম্পিউটার কতটা শক্তিশালী ? সেটা কত দ্রুত কাজ করতে পারে? আপনি স্বচক্ষে যত দ্রুত আর শক্তিশালী কম্পিউটার দেখেছি তার থেকে বেশি শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করেছেন চীন ! যার নাম দেয়া হয়েছে তিয়ানহে ২।
শক্তিশালী কম্পিউটার এটাই প্রথম নয়। অনেক কাল আগে থেকেই বিভিন্ন দেশের গবেষকরা চেষ্টা করছেন শক্তিশালী সুপার কম্পিউটার তৈরির। আর সেই ধারাবাহিকতায়ই তৈরি হয়েছে চীনের তিয়ানহে ২।
চীনের সান ইয়াত সেন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই দ্রুত গতির সুপারকম্পিউটার তৈরি করতে ১৩০০ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার অক্লান্ত পরিশ্রম করেছেন। তিয়ানহে ২ এর সকল কার্যক্রম শেষ করে জনসম্মুখে আনার কথা ছিল ২০১৫ সালে, কিন্তু পরীক্ষামূলকভাবে ২০১৩ এর জুনেই একে জনসম্মুখে আনা হয়।
প্রায় ৩১ লক্ষ ২০ হাজার কোর সমন্বয়ে তৈরি হয়েছে তিয়ানহে ২। এর র্যাম কত জিবি হতে পারে, কোন ধারণা আছে? ১০,২৪০০০ গিগাবাইট হচ্ছে এই সুপারকম্পিউটারের র্যাম ! যেখানে আপনার কম্পিউটারে আছে মাত্র ৮ জিবি র্যাম ! কোথায় ৮ জিবি আর কোথায় ১০,২৪০০০ জিবি !
কম্পিউটারটিতে অপারেটিং সিস্টেম হিসেবে বেছে নেয়া হয়েছে লিনাক্স কে। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি কর্তৃক ডেভেলপকৃত কাইলিন লিনাক্সে চলে তিয়ানহে-২। প্রথমে freeBSD এর ওপর বেইজ করে ডেভেলপ করা হলেও ২০১৩ সালে ক্যানোনিকাল এর সাথে চুক্তির মাধ্যমে বর্তমানে উবুন্টু বেইজ করে তৈরি করা হচ্ছে কাইলিন লিনাক্স।
তিয়ানহে ২ প্রায় ৩৩.৮৬ পেটাফ্লপ স্পিডে কাজ করতে সক্ষম। যা কিনা এর নিকটতম প্রতিদ্বন্দ্বী “টাইটান” এর স্পিডের চেয়ে অনেক অনেক বেশি !
প্রতিক্ষণ/এডি/নুর