রাঙ্গামাটিতে লিচু চাষ

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

লিচু lycheeরাঙ্গামাটিতে এ বছর লিচুর ভালো ফলন হয়েছে। পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় চাষিরা খুব খুশি। এর ফলে কৃষকরা লিচু চাষের দিকে ক্রমশ আগ্রহী হয়ে উঠেছেন।

চাষিরা তাদের বাগান ও বসত বাড়ির আঙ্গিনায় ব্যাপকহারে লিচুর আবাদ করেছেন। আবাদকৃত দেশিজাতের লিচু গাছে এবারো ভালো ফলন হয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে লিচু গাছে ভালো ফলন আসা এবং চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছেন চাষিরা।

শহরের বনরূপা বাজার, রিজার্ভ বাজার, কলেজ গেইট বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা যায়, বিক্রির জন্য বিভিন্ন জাতের লিচু সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

খুচরা লিচু বিক্রেতা ও চাষি প্রিয়ময় চাকমা জানান, তিনি বিভিন্ন উপজেলা থেকে লিচু কিনে শহরের বিভিন্ন বাজারে নিয়ে আসেন। এখানে লিচুর চাহিদা বেশি। এখানকার উৎপাদিত লিচু আকারে বড় এবং খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি হওয়ায় ক্রেতারা লিচু কিনতে আগ্রহী হচ্ছেন।

আরেক চাষি আবদুল বারী জানান, গত দুই বছরের তুলনায় এবছর লিচুর ফলন ভালো হয়েছে এবং দামও ভালো। তিনি আরো জানান, তার বাগানে এবছর চায়না-২ ও চায়না-৩ লিচু গাছে ফলন ভালো হয়েছে।

বাজারে খুচরা লিচু বিক্রেতারা জানান, জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে চাষিদের কাছ থেকে পাইকারি দরে লিচু কিনে তারা তা শহরের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছেন। ভালো মানের লিচু প্রতিশত ২৫০ থেকে ৩০০ টাকা দরে এবং দেশি জাতের ছোট লিচু প্রতিশত ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সূত্র : বাসস

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G