পিৎজা তৈরিতে অজগরের মাংস

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

পিৎজা তৈরিতে অজগরের মাংসমানুষের খাদ্য তালিকায় একের পর এক চলে আসছে উদ্ভট সব খাবার! ইঁদুর, কীট-পতঙ্গ, ব্যাঙ এ সবকিছুই যেন এখন মানুষের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকারই অংশ ।

অবশেষে বাদ পড়লো না অজগরও! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, অজগরের মাংস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু পিৎজা।

যুক্তরাষ্ট্রের এই স্থানটিতে শুধু অজগরই নয়, এর আগেও খাবারের প্লেটে নতুন খাদ্য হিসেবে যোগ হয়েছিল কুমির ও ব্যাঙ । আর অজগরের মাংস দিয়ে তৈরি এই পিৎজা সম্পর্কে মাইক নামের একজন পর্যটক দাবি করেন, এটা ভালো, তবে রাবারের মতো।

প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বার্মিজ অজগরের মাংস দিয়ে দোকানিরা পিৎজা বানাচ্ছেন। ফ্লোরিডার একটি জাতীয় উদ্যানের নামানুসারে এর নামকরণ করা হয়েছে ‘এভারগ্লেডস পিৎজা’।

 প্রতিক্ষণ/এডি/জহির

https://www.youtube.com/watch?v=dVE-vZdsxzo

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G