পুঁজিবাজার ভীতিকর থাকবেনাঃ অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের বড় ভূমিকা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক সময় পুঁজিবাজারে ভীতিকর পরিস্থিতি থাকলেও এখন আর এই পরিস্থিতি তৈরীর কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সরকারি শেয়ারের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বৈঠক শেষে আইসিবির চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমেদ বলেন, অর্থমন্ত্রী বলেছেন পুঁজিবাজার জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। এখন আর পুঁজিবাজারে ভীতিকর পরিস্থিতি তৈরীর কোনো সম্ভাবনা নেই। কারণ ২০১০ সালের মহা ধসের পর সরকারের সুদৃষ্টি রয়েছে এই বাজারের প্রতি।
অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ২০১৩-১৪ অর্থবছরে সরকারি শেয়ারের লভ্যাংশ বাবদ ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর