ক্যাম্পাস প্রতিনিধি :
প্রস্তাবিত বেতন কাঠামোতে বৈষম্য এবং সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তাগণ বলেন, বৈষম্যমূলক ও বিমাতাসুলভ বেতন স্কেল সংস্কারসহ শিক্ষকবৃন্দের বর্তমানে প্রচলিত বেতন কাঠামোর অনুরূপ ধাপে উন্নত করণসহ নতুনভাবে পে-স্কেল ঘোষণা করতে হবে।
প্রস্তাবিত নতুন বেতন স্কেল-এ প্রস্তাবিত গ্রেড সমূহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান বর্তমানে প্রচলিত বেতন স্কেল এর ধারাবাহিকতার সূষ্পষ্ট লংঘন। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলসহ অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বদিউস সালাম, সাধারন সম্পাদক প্রফেসর ড. সুদীপ কুমার পালসহ চুয়েটের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/নুর