ছাত্রলীগের সংঘর্ষ; নিহত ১

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলি, নিহত ১রাজশাহীর রানীবাজার এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলিতে জীবন শেখ (২২) নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রবিন গ্রুপের একদল নেতাকর্মী রানীবাজার মোড়ে গিয়ে একটি ক্লাবে হামলা চালায়। এ সময় সেখানে আতিকুর রহমান কালুর বড় ছেলে তুষার ক্যারাম খেলছিলেন। হামলাকারীরা তুষারসহ বেশ কয়েকজনকে মারধর করে এবং তুষারের মোটরসাইকেল ও ক্লাবঘর ভাঙচুর করে। খবর পেয়ে আতিকুর রহমান কালুর লোকজন তাদের ধাওয়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন রবিন গ্রুপের ছাত্রলীগকর্মী জীবন শেখ। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বোয়ালিয়া থানা আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান কালু বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে,বোয়ালিয়া থানা আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান কালু জানান, তার ছেলে তুহিনকে বিকেলে মারধর করে রবিন। এ ঘটনায় গণ্ডগোল এড়াতে তিনি থানায় এজাহার দেন। এর পরও তারা প্রস্তুতি নিয়ে তার এলাকায় এসে আবারো হামলা করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রানীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রলীগ নেতা তুহিন জানান, বৃহস্পতিবার বিকেলে রবিন তাকে ‌সিটি কলেজ এলাকায় ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই মারধর করেছে।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G