বেড়েছে মাছ ও সবজির দাম
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেড়েছে সব ধরনের মাছ ও সবজির দাম। অপরিবর্তিত রয়েছে মাংস ও ডিমের দাম। তবে কমেছে পেঁয়াজ ও রসুনের দাম।
শুক্রবার রাজধানীর হাতিরপুল বাজার, নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারে মাছ, মাংস ও সবজিসহ সব ধরনের পণ্য বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তারপরও ক্রেতাদের বেশি দামেই কিনতে হচ্ছে বেশিরভাগ পণ্য।
বাজারের সাধারণ ক্রেতাদের অভিযোগ, গত সপ্তাহের তুলনায় বাজারের সকল প্রকার তরকারী ও মাছের সরবরাহ বাড়া সত্ত্বেও বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার প্রতি কেজি আলু ১৮-২০, বেগুন ৪০-৫০, করলা ৩৬-৪০, পটল ৪০-৪৬, ঝিঙ্গে ৪০, চিচিঙ্গা ৪০, টমেটো ৪০-৫০, শশা ৩০-৩২, পেঁপে ২৪-২৮, লাউ ৪০-৫০, বরবটি ৬০, ঢেঁড়স ৩৬-৪০, কচুরলতি ৩০-৪০, কাঁচামরিচ ৪০-৫০, কাঁচা কলা প্রতি হালি ২৪-৩২, লেবু প্রতি হালি ২০-৩০ টাকা দরে বিক্রি করছে। এছাড়াও পালং শাক ১৫, পুঁই শাক ১০-১৫ ও ডাটা শাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ২-৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা দরে। ভারতীয় পেঁয়াজও কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮-৪২ টাকায়। দেশি রসুন কেজি প্রতি ৭০-৮০, মোটা রসুন ৮০-৯০ আদা ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস বিক্রি করছে ৩৮০- ৪০০ টাকা, খাসির মাংস ৫৬০-৬০০ টাকায়। ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকায় ও লেয়ার ১৬০-১৬৫ টাকা, কক মুরগি ২২০-২৫০ টাকা, দেশি মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি করছে।
রাজধানীর খুচরা মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ১৫০ টাকা বেড়েছে বেশিভাগ মাছের দম।
প্রতিক্ষণ/এডি/নুর