আমেরিকার ভাইস-প্রেসিডেন্টের ছেলের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে, বো বাইডেন মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এমাসের শুরুতে তাকে ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড আর্মি হসপিটালে চিকিৎসার জন্য নেয়া হয়।
৪৬ বছর বয়সী বো বাইডেনকে দেখা হতো মার্কিন রাজনীতির একজন উদীয়মান তারকা হিসেবে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
২০১৬ সালে ডেলাওয়ার অঙ্গরাজ্যের গভর্ণর পদে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। পৃথক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিয়াওয়ের বাবা জো বাইডেন দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া, বো বাইডেনের মৃত্যুতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও এক টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।
২০১০ সালে বো বাইডেন মাইল্ড স্ট্রোক করেছিলেন। তিন বছর পর টেক্সাসের ক্যান্সার সেন্টারে তার অস্ত্রোপচার হয়।
২০০৮ সালে বিয়াও দেলাওয়ারের ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন হিসেবে ইরাক যুদ্ধে অংশ নেন।
সূত্র: বিবিসি।