অবৈধ বিল-বোর্ড উচ্ছেদ শুরু

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

bill board..2অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে নয়টা থেকে নগরীর ষোলশহর ২নং গেইট এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়।

উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র আ জ ম নাছির বলেন, সকল অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে। কোন অবৈধ বিলবোর্ড থাকতে পারবেনা। যত প্রভাবশালীই হোক না কেন বিলবোর্ড উচ্ছেদে কাউকে ছাড় দেয়া হবেনা। কে মন্ত্রীর স্বজন বা কে প্রভাবশালীর স্বজন তা দেখা হবেনা। বিলবোর্ড অবৈধ হলেই উচ্ছেদ।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিট্রেট জানান, ৩১ মের মধ্যে অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে চসিকের পক্ষ থেকে বিলবোর্ড ব্যবসায়ীদের সময় দেয়া হয়েছিল। এ সময়ের মধ্যে যারা সরিয়ে নেয়নি তাদের বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে।

চট্টগ্রাম নগরীতে সর্বশেষ ১ জানুয়ারি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছিল সিটি করপোরেশন। সিটি করপোরেশন নির্বাচনের দুই দিন আগে ২৬ এপ্রিল স্টেডিয়াম এলাকা থেকেও কয়েকটি ছোট আকারের বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে নগরীতে ১০৩৩টি অবৈধ এবং ৪২৯টি বৈধ বিলবোর্ড রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G