যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ২৫

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৫:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ২৫ জনের মৃত্যুটানা বর্ষণের ফলে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে দেড় হাজার বাড়িঘর।

ইতোমধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা টেক্সাস রাজ্যকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার রাত থেকে টেক্সাসে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে ব্রাজোস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে শহরের অধিকাংশ এলাকা তলিয়ে যায়।

তীব্র বর্ষণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছে।পানিতে ভেসে গেছে শতাধিক গবাদি পশু। এছাড়া যানবাহন পানিবন্দি হয়ে পড়ার কারণে বিপর্যয়ের মুখে পড়েছে শহরটির পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G