গাড়ী চুরিতে বিআরটিএ জড়িত

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৭:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

chorachalanবাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এর কর্মকর্তাদের একটি চক্রের মদদেই গাড়ি চোরাচালান হয় বলে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

মঙ্গলবার দুপুরে গাড়ি চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গাড়ি চোরাকারবারী হিসেবে গ্রেফতারকৃতরা হলো-মো. শহিদুল ইসলাম, মো. বোরহান রব্বানী, নির্মল সরকার এবং নাজমুল হুদা।
গাড়ি চোরাচালান চক্রের সাথে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে। তাদের যোগসাজসেই অবৈধ কাগজ পত্রের মাধ্যমে চোরাচালান চক্রগুলো সক্রিয় রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নাজমূল আলম। তিনি বলেন,গাড়ি চোরাচালান চক্রের সাথে যারা জড়িত তারা মূলত মাদক ব্যবসার কাজে সহায়ক হিসেবেই গাড়িগুলো ব্যবহার করে থাকে।

তিনি আরো জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি প্রাইভেট কার এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G