আইএস-এ আকৃষ্ট হচ্ছে বাঙ্গালী নারী!

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

is-kaemferপৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী নারীদের একটি অংশ জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দেয়ার খবর এর আগে পাওয়া গেলেও এবার বাংলাদেশ থেকে নারীদের আইএস-এ যোগদানের খবর জানিয়েছেন ডিএমপি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম৷

তিনি বলেন, অল্প কিছু সংখ্যক বাংলাদেশী তরুণের আইএস-এ যোগদানের খবর আমাদের কাছে আছে৷ তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি তিনি। এর আগে বাংলাদেশী এক তরুণী মাইরুনা ফারহিন (১৯) আইএস-এ যোগ দিতে ঢাকা ত্যাগের পর তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে৷ সে আইএস-এ যোগ দিতে গত মাসে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তাকেও সেদেশের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়।

এরপর চলতি মাসেই পুলিশ আবারো আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০) নামে দু’জন আইএস সদস্যকে আটক করে৷ পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল আইএসের নির্দেশে খিলাফত প্রতিষ্ঠায় কাজ করছিল৷ এজন্য তিনি গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনাসহ বিভিন্নভাবে আইএসের সমণ্বয়ক হিসেবে কাজ করছিলেন৷

আর সদস্য সংগ্রহের জন্য তারা মূলত ২০ জনের গ্রুপ তৈরী করে কাজ করতো।একটি গ্রুপ থেকে এপর্যন্ত ৫/৬ জন আইসে যোগ দিতে দেশ ছেড়েছে। এমনকি প্রতিটি গ্রুপে নারী সদস্য রয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশে আইএস এর অস্তিত্ব সম্পর্কে প্রথম জানা যায় ২০১৪ সালের সেপ্টেম্বরে সামিয়ূন নামে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে ঢাকায় গ্রেপ্তারের পর৷ সামিয়ূন আইএস এর জন্য কর্মী সংগ্রহের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছিল বলে তখন দাবি করেছিল গোয়েন্দা কর্মকর্তারা৷

অনেক সময় আটক নারী ও শিশুদের আইএস জঙ্গিরা যৌন দাস হিসেবে ব্যবহার করে৷ সম্প্রতি আইএস-এর কবল থেকে পালিয়ে আসা ৪০ জনেরও বেশি ইয়াজিদি নারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ নারী ও শিশুদের সঙ্গে আইএস-এর এমন আচরণে নিন্দা জানিয়েছেন সবাই৷

গত আট মাসে ২৫ জনকে আইএস এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়৷ তারা সিরিয়া অথবা ইরাকে গিয়ে আইএস-এ যুক্ত হয়ে ‘জিহাদে অংশ নিতে ব্যাকুল ছিলেন৷ আর তাদের কাছ থেকেই বাংলাদেশী তরুণ এবং তরুণীদের আইএস-এ যোগদানের খবর পাওয়া যায়৷

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G