ক্যামেরুনের ৬০ নাগরিককে অপহরণ করেছে বোকো হারাম

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

বোকেআন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম:

নাইজেরিয়া ভিত্তিক ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারাম সীমান্তবর্তী ক্যামেরুনের উত্তরাঞ্চলে রবিবার ভয়াবহ হামলা চালিয়ে কমপক্ষে ৬০ জনকে অপহরণ করেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলাকারীরা তোউরোউ এলাকার দুই গ্রামে তাণ্ডব চালায়। তারা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে অন্তত ৬০ জনকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। হামলায় পর ক্যামেরুনের সেনাবাহিনী অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোকো হারাম এই প্রথম একসঙ্গে এতো মানুষকে অপহরণ করেছে। সূত্র : এএফপি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G