ঘানায় নিহত ১৫০

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

ganaঘানার একটি পেট্রল স্টেশনে আগুনে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা এ তথ্য জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, দুদিন টানা বর্ষণের পর স্থানীয় সময় বুধবার এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনাকে ‘বিপর্যয়কর’ আখ্যা দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ঘানার প্রেসিডেন্ট। সোমবার থেকে এ শোক পালন করা হবে।

অগ্নিকাণ্ডের সময় একটি বাসে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী ইয়াউ অ্যাফোর্ভ। তিনি জানান, পেট্রল স্টেশনে আগুন ধরার পর তিনি বন্যার পানিতে লাফ দেন। আগুনে তাঁর মুখ পুড়ে যায়।

ঘানার ফায়ার সার্ভিস জানিয়েছে, বন্যার পানিতে পেট্রল স্টেশনের জ্বালানি তেল বেরিয়ে পড়ে। পানির সঙ্গে তেল মেশার পর নিকটবর্তী একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের সূত্রপাত হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G