ইশারাতেই চলবে সব কাজ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
নাম্বার ঘুরিয়ে ফোন করার মতো ডিজিটাল স্ক্রিনে আঙুলের স্পর্শে কাজ করার দিনও প্রায় শেষ হয়ে যাচ্ছে। গুগল তাদের গবেষণাগারে ভবিষ্যতের এমন একটি প্রজেক্ট দেখিয়েছে, যেখানে বাতাসে আঙুলের ইশারাতে ভার্চুয়াল দুনিয়ার যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে।
এ প্রজেক্টকে `সোলি` বলে ডাকছেন তারা। আঙুলের মাইক্রো মোশনে বাতাসে রাডার ওয়েভের ব্যবহারে ডিজিটাল পর্দায় যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। গুগলের অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্টস ল্যাব-এ সংশ্লিষ্ট বিষয়ে কাজ চলছে।যার পরিচালনায় রয়েছেন রেজিনা ডুগান।
ডেমো-তে গুগলের প্রজেক্ট সোলি`র প্রতিষ্ঠাতা আইভান পোপাইরেভ একটি ভার্চুয়াল সকার বলকে পর্দায় স্পর্শ না করেই কিক দিলেন। একইভাবে সুইচ ঘুরিয়ে শব্দের ভলিউম বাড়ানোর জন্যে বাতাসে বুড়ো আঙুল ও তর্জনীর ঘর্ষণ দিলেই তা বেড়ে যায়।
ইতোমধ্যে আঙুলে ধরা যায় এমন একটি চিপও তৈরি করা হয়েছে সোলি প্রজেক্টের জন্য। তবে এই প্রযুক্তি দিয়ে পণ্য বানানো হবে, না অন্য কোনোভাবে ব্যবহার করা হবে তা এখনো পরিষ্কার করেনি গুগল।
প্রতিক্ষণ/এডি/জহির