হাবিপ্রবি’তে বৃক্ষরোপণ কর্মসূচী

প্রথম প্রকাশঃ জুন ৮, ২০১৫ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি:

Rubelহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৫ পালন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন একাডেমিক ভবনে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। বর্তমান সভ্য সমাজে এটা মোটেই কাম্য নয়। সুষ্ঠু জাতি গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ হচ্ছে মূল্যবান সম্পদ। মানব জাতির যাবতীয় কল্যাণকর ও প্রয়োজনীয় বস্তুর আদি উৎস এই বৃক্ষ। তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বেশী করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের  চারা রোপণ করা হয়।

এর আগে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৫ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

 

প্রতিক্ষণ/এডি/নূর


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G