আগামীকাল থেকে চট্টগ্রামে ৩৬ ঘণ্টার হরতালর

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

হরতালজেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
আগামীকাল সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে নগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতালের ডাক দেন। নগর বিএনপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অফিসে অবরুদ্ধ রাখা ও চট্টগ্রামসহ দেশব্যাপী ২০ দলের নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩৬ ঘণ্টার লাগাতার হরতাল আহবান করা হয়েছে।।

বিবৃতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী গণতন্ত্রকে মুক্ত করতে ও দেশে সুশাসন ফিরিয়ে আনতে লাগাতার অবরোধ কর্মসুচির পাশাপাশি চট্টগ্রাম বিভাগে মঙ্গল ও বুধবারের ৩৬ ঘণ্টা হরতাল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

তিনি বলেন, নেতাকর্মীদের গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ করার যে চেষ্টা করা হচ্ছে তা কখনো সফল হবে না।

২০ দলীয় জোটের আহুত এই হরতাল সফলে সর্বস্তরের জনগনের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন।  সেই সঙ্গে আটককৃত  নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান আমীর খসরু।

প্রতিক্ষণ/এডি/সায়মুন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G