চালকবিহীন গাড়ি আনলো চীন

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

chalok bihin gariএবার চালকবিহীন গাড়ি সড়কে নামাচ্ছে একটি চায়না ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান। বেইদু নামের এই চায়না প্রতিষ্ঠানটি চালকবিহীন গাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে।

স্বয়ংচালিত গাড়ির উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের দ্বারস্থ হয়েছে। এই গাড়িটিতে কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সি প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে এটি নিজে নিজেই চলতে পারবে।

সম্প্রতি চীনে অনুষ্ঠিত হলো চায়না ক্লাউট কম্পিউটিং সার্ভিস সামিট। এই সামিটে বেইদুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিন চীনের সড়কে স্বয়ং চালিত গাড়ি ছাড়ার ঘোষণা দেন।

চীনের সরকার নিয়ন্ত্রিত পিপলস ডেইলি অনলাইন জানিয়েছে, বেইদুর এই গাড়িটিতে থাকবে সার্ভারের মাধ্যমে তথ্য ভান্ডার যুক্ত হওয়ার সুযোগ। এছাড়া বেইদুর নিজস্ব সড়ক ম্যাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বেইদু ব্রেন গাড়িটিতে যুক্ত করা হবে।

বেইদু দাবি করছে মানুষের মতই এই গাড়িটি ভাবতে পারবে। ফলে আপদকালীন সময়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতেও পারবে।

পৃথিবীর প্রথম স্বয়ংচালিত গাড়ি যুক্তরাষ্ট্রের সড়কে নামায় গুগল। এই গাড়িটি দেখে অনুপ্রাণিত হয়ে বেইদু চালকবিহীন গাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G