ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকী সেনাদের প্রশিক্ষণ ও সহায়তায় আরও প্রায় ৪৫০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আইএস (ইসলামিক স্টেট) বিরোধী লড়াইয়ে নতুন করে এ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্রঃ আলজাজিরা ও এপির।
নতুন পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরাকে পঞ্চম প্রশিক্ষণ শিবির খুলবে। সেখানে ইরাকী নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের পরামর্শ, প্রশিক্ষণ এবং যাবতীয় সহযোগীতা করা হবে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির অনুরোধ ও পেন্টাগন নেতাদের পরামর্শের ভিত্তিতে ওবামা এ নির্দেশ দিয়েছেন। এই সেনা সদস্যরা সরাসরি লড়াইয়ে অংশ নেবেনা বলেও জানানো হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, ‘নতুন পরামর্শকরা ইরাকী বাহিনী ও স্থানীয় গোত্রগত যোদ্ধাদের সক্ষমতা বাড়াতে কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্ব আনবারে আইএস সদস্যদের মোকাবেলায় পরিকল্পনা, নেতৃত্ব ও যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিতে যাবতীয় প্রশিক্ষণ দেবে।
তিনি আরও জানান, এতে মার্কিন কৌশলের কোনো পরিবর্তন হবে না। তবে আইএসবিরোধী লড়াইয়ে সুন্নিদের আরও যুক্ত হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
বাগদাদকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ শিবির রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখানে ইরাকী সেনা ও শিয়া যোদ্ধাদের প্রশিক্ষণে নিযুক্ত রয়েছে প্রায় ৩ হাজার ১০০ মার্কিন সেনা।
আইএসবিরোধী লড়াইয়ে শিয়াদের প্রশিক্ষণ দেয়া হলেও তা তেমন ফল না দেয়ায় এখন সুন্নিদের বেশি করে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। সুন্নিভিত্তিক সশস্ত্র সংগঠন আইএসের বিরুদ্ধে এটা অধিক কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর