তুরিন আফরোজকে হুমকি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চিঠি পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে।গত মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় চিঠিটি পাঠানো হয়।
বুধবার এ চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার সকালেই প্রসিকিউশনের পক্ষ থেকে চিঠির বিষয়টি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন তুরিন আফরোজ। এছাড়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স), ডিজিএফআইসহ (ডিরেক্টরেট অব জেনারেল ইন্টেলিজেন্স) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠির বিষয়টি জানানো হয়েছে।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তুরিন আফরোজ বলেন, চিঠিতে আমার পেশাগত বিষয় ছাড়াও আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। চিঠির ভাষা এতোটাই অশালীন যে এটা সভ্য সমাজের ভাষা হতে পারে না।
তিনি বলেন, পেশাদারিত্বের চেয়েও একজন নারী হিসেবে আমাকে এ চিঠিতে আক্রমণ করা হয়েছে বেশি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর