ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
প্রায় তিন সপ্তাহের অনুশীলন শেষে রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর বাছাই পর্বের মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাই পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ।
আজ বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কিরগিজস্তান ও তাজিকিস্তান ছাড়া আছে জর্ডান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল।
প্রথম প্রতিপক্ষ কিরগিজস্তানের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ। ২০০৭ সালের নেহেরু কাপে ৩-০ গোলে এবং ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলের হেরে যাওয়ার রেকর্ড বদলাতে চায় লাল-সবুজরা।
জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম দাবি করেছেন, অতীত পরিসংখ্যান বা অন্য কিছু নিয়ে নয়; বরং জয়ের বিকল্প ভাবছেন না তারা।
অধিনায়ক বলেন, বিশ্বকাপের খেলা এটি। আমাদের দলের সবাই জয়ের জন্যই মাঠে নামবে। দলের সামনে জয়ের বিকল্প কিছুই নেই। মঙ্গলবার সন্ধ্যায়ই ঢাকায় পা রেখেছে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে বাংলাদেশে আসা কিরগিস্তান দল।
কিরগিস্তান অধিনায়ক বলেন, বাংলাদেশকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। নিজেদের মাঠে খেলার পাশাপাশি দর্শকদের বড় সমর্থনও তারা পাবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।
এর আগে জাতীয় ফুটবল দলের কোচের পরামর্শের সঙ্গে ফুটবলভক্তদের কথা মাথায় রেখেই ১১ ও ১৬ জুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দু’ঘন্টা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রীতি ম্যাচের ভুলত্রুটি শুধরে এ ম্যাচে ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে নামার প্রস্তুতি নিয়েছেন মামুনুল-এমিলিরা।