ফেসবুক ম্যালওয়্যার থেকে সাবধান!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সম্প্রতি ফেসবুকে এমন এক ম্যালওয়্যারের আবির্ভাব হয়েছে, যার কারণে নির্ভেজাল একটা ক্লিক লজ্জায় আপনার মাথা হেঁট করে দিতে পারে। অনেকের সঙ্গেই এটা হয়ে গেছে।
প্রথমত, আপনার টাইমলাইনে একটা পোস্ট দেখতে পাবেন, ‘See This, It’s Your Video’। যদি ক্লিক করেন, তবে একটা ফাইল ডাউনলোড করার অপশন পাবেন। সেটি করলেই বাকি কাজ ভাইরাস নিজে থেকেই করে নেবে। কি করছে এই মেলওয়্যার? এ প্রশ্নের উত্তর হলো VDOটি ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাস আপনার কম্পিউটার বা মোবাইলে নিজে থেকেই ইনস্টল হয়ে যাচ্ছে।
ইনস্টল হওয়ার পরেই এর প্রথম কাজ কয়েকটি পর্ণ ছবি এবং Video আপনার টাইমলাইনে শেয়ার করছে। এটাই শেষ নয়। আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অন্তত ২০ জন বন্ধুকেও এটা ট্যাগ করে দিচ্ছে। এভাবেই ম্যালওয়্যারটি ছড়িয়ে যাচ্ছে। কারণ, আপনার নাম দেখে তারাও এই ফাইল খুলছেন এবং ভাইরাস তাদের মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ছে। গত জানুয়ারি মাসে ভাইরাসের জন্য প্রায় দেড় লাখ ফেসবুক ইউজারদের বেশ ভুগতে হয়েছিল।
এখন কথা হচ্ছে কী করে বাঁচবেন এর থেকে। উপায় হচ্ছে, কোনভাবেই কোন পর্ণ লিঙ্কে ক্লিক করবেন না। সে যতই আপনার চেনা বন্ধু শেয়ার করুক না কেন। যদি এমন কিছু চোখে পড়ে সেই বন্ধুকে জানিয়ে দিন, যাতে তিনিও সাবধান হয়ে যান।এমন কোনও ভিডিও লিঙ্কে ক্লিক করবেন না যেটা ডাউনলোড করতে হয়। এমন কোনও পেজ লিঙ্কে ক্লিক করবেন না যেটা আপনার প্রয়োজন নেই।সন্দেহজনক অ্যাপ বা ব্যক্তিকে FB-থেকে বাদ দিন।Flash Player ইনস্টল করা থাকলে তা অনলাইনেই আপনাকে ভিডিও দেখতে সাহায্য করে। তবে এই মেলওয়্যারের ফলে সেটাও কাজ করবে না ঠিক করে। যদি এটা দেখেন, তাহলে কম্পিউটার ফরম্যাট করুন। কনট্রোল প্যানেলে গিয়ে দেখুন এমন কোনও সফ্টওয়্যার দেখাচ্ছে কিনা যা আপনি ইনস্টল করেননি। যদি দেখায় তা হলে তা Uninstall করুন।
সূত্র: দেখুন।