এশিয়া কাপ আরব আমিরাতে?

প্রথম প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ১১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Asia-CUp-2016আগামী বছর এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এখন পর্যন্ত সবকিছু চূড়ান্ত হয়নি।

২০১৬ এশিয়া কাপ আয়োজনের  জন্য কোনো টেস্ট প্লেয়িং দেশ আগ্রহ না দেখানোয় কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নেওয়ার চিন্তা করছে। আগামী এক মাসের মধ্যেই তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি বিলুপ্ত হয়ে যাওয়ায় কুয়ালালামপুরে এর অফিসও এখন বন্ধ।

চলতি বছরের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিদায়ী সভাপতি সৈয়দ আশরাফুল হক জানিয়েছিলেন, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে অংশ গ্রহণকারী দেশের সংখ্যা যেমন বাড়ানো হবে একই সঙ্গে ফরম্যাটেও আসবে পরিবর্তন।

জানা গেছে, ৫০ ওভারের ম্যাচের পরিবর্তে হতে পারে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। তবে সবকিছুই চূড়ান্ত হবে আগামী এক মাসের মধ্যে। ১৯৮৪ সালে প্রথমবার আয়োজন করা হয় এশিয়ান ক্রিকেটের এই লড়াই। এখন পর্যন্ত ৫ বার করে শিরোপা জিতেছে ভারত এবং শ্রীলংকা। বাকি দুই বারের সেরা পাকিস্তান।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G