বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

প্রথম প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ৯:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

bangladesh vs indiaসিরিজের প্রথম ওয়ানডেতে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।

ঘুরে ফিরে আলোচনায় মেলবোর্ন। শেষবার বাংলাদেশ-ভারত বিশ্বকাপের ম্যাচটি। যেটি কোটি ভারতীয়দের জন্য আনন্দের হলেও, বাংলাদেশিদের জন্য যা ছিলো বুক ফাঁটা কষ্টের। এবার লড়াই বাঘের ডেরায়। গঙ্গা পাড়ের মানুষদের যুক্তির সঙ্গে লড়াইটা হবে পদ্মা পাড়ের মানুষের আবেগের। কিন্তু পেশাদার বলে, দু’দলের অধিনায়ক এসব নিয়ে ভাবছেন না। টাইগার দলপতি মাশরাফি বলেন, ‘মাঠে খেলার যুদ্ধ থাকেই। আমার মনে হয়না আগে যেটি হয়ে গেছে, সেটি নিয়ে কোনো টিমের কোনো প্লেয়ারই মনে রেখেছে’।

তবে, মুখে না বললেও স্মৃতির পাতা থেকে তা হারায় কি করে? ইনজুরি হতে ফেরা মাশরাফি বল ও ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করেছেন। অভিজ্ঞ সাকিব, তামিমরাও প্রস্তুত। এর সঙ্গে টাইগারদের হয়ে মাঠ কাঁপাতে যাচ্ছেন অভিষিক্ত দু’একজন ক্রিকেটার। বাংলাদেশের ড্রেসিং রুমে পরিকল্পনা একটাই, তা হলো সিরিজের প্রথম ম্যাচ জিতে খেলতে হবে মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

মাশরাফি আরও বলেন, ‘বিশ্বে এখন যারা ওয়ানডে ভালো খেলছে, তাদের থেকে পরিসংখ্যান দেখলে আমি বলবো আমরা এখন সবার চেয়ে টপে আছি। প্লেয়াররা যদি ফর্মে থাকে তবে আমার বিশ্বাস খেলাটা খুবই ভালো হবে’।

এদিকে, আইসিসি র‌্যাংকিংয়ের ২ নম্বর দেশ ভারত ভালোই জানে ছাড় দেবে না ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ। নিজেদের ব্যাটিং শক্তির ওপর আস্থা আছে টিম ইন্ডিয়া’র। সেই সঙ্গে ভারতের অনুপ্রেরণা টাইগারদের সঙ্গে ২৯ ম্যাচে ২৫ জয় পাওয়া। তাই তো নিজেদের শক্তি জানিয়ে দিয়ে বাংলার মাটিতে অভিষেক হওয়া ধোনি ঘোষণা দিলো বৃষ্টি খানিকটা সমস্যা করলেও সিরিজ জিতবে ভারত।

মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে চায়। এটা ভাল দিক। তবে, আমাদের শক্তি সম্পর্কে আমরা জানি। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের ক্রিকেটাররা বিশ্বসেরা। বৃষ্টি খানিকটা সমস্যা করলেও, আমাদের টার্গেট সিরিজ জেতা’।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের মানুষকে আশাবাদী করে তুলবে। বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে আছে মাশরাফির দল। গত এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ সর্বশেষ ১৪টি ওয়ানডের ১১টিতেই জিতেছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G