যোগচর্চায় মোদি
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
যোগচর্চার সবচেয়ে বড় আসর বসে আজ রোববার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এতে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেয়। সেখানে ছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দিবসের উদ্যোক্তা ভারত দিবসটি পালনের আয়োজনে তারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ভারত। এসব অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।
ভারতে যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হয় রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে। এই মহাআয়োজনে উপস্থিত থেকে হাজারো মানুষের সঙ্গে যোগচর্চা করেন প্রধানমন্ত্রী মোদি। অনুষ্ঠানে যোগগুরু বাবা রামদেবও ছিলেন। মন্ত্রী, আমলা, সামরিক কর্মকর্তা-কর্মচারী, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সমবেত জনতার উদ্দেশে যোগচর্চা শুরুর আগে নরেন্দ্র মোদি বলেন, ‘বিশ্বের সব অংশে যোগ পৌঁছে যাবে আজ । যোগ দৈনন্দিন জীবনেরই অংশ।’
এরপর রাজপথের জনসমুদ্রে যোগচর্চায় অংশ নেন মোদি। কোনো একক স্থানে যোগচর্চার বিশ্ব রেকর্ড গড়বে বলে আয়োজকদের প্রত্যাশা। তারা বলছেন, দিবসটি পালনে ৩০-৪০ কোটি রুপি খরচ হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন মোদি। তখন তিনি এমন একটি দিবসকে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।