গেরিলাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রজ্ঞাপন স্থগিত
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জনকে দেওয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি গত ২৯ অক্টোবর এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতাও ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ রিটে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ২২ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেরিলা বাহিনীর সদস্য কমরেড মণি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমেদ, পঙ্কজ ভট্টাচার্যসহ ২ হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
কিন্তু গত বছরের ২৯ অক্টোবর ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। এ বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য। সোমবার ওই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল বারী, তবারক হোসাইন, এএসএ সবুর প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খোরশেদ আলম।
প্রতিক্ষণ/এডি/বাবর