উইকিলিকসের নথি প্রচারে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক:
উইকিলিকসের ফাঁস করা তথ্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।
ফাঁস হওয়া প্রায় ৬০ হাজার তথ্যের মধ্যে ‘ভুয়া নথি’ থাকার সম্ভাবনা রয়েছে, যা রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে- এমন দাবি করে নাগরিকদের এসব তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা নাকলি, ‘শত্রু পক্ষের স্বার্থ সিদ্ধির’ জন্য প্রকাশিত ওইসব নথির প্রচার ও প্রসারের ব্যাপারে সাবধান করেছেন।
নথিগুলোর অধিকাংশই ভুয়া, যা নির্দিষ্ট স্বার্থ অর্জনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। উইকিলিকস প্রকাশিত নঁথিতে দূতাবাস এবং কূটনৈতিক কাজে ব্যবহৃত ই-মেইল, প্রতিবেদন এবং আঞ্চলিক ইস্যুর ব্যাপারে তাদের অবস্থান কেমন ছিল, তা অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের আরব বসন্তের পর থেকে সৌদি সরকার রাষ্ট্রীয় যে কোনো স্পর্শকাতর বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। সৌদি রাজতন্ত্রের ব্যাপারে মতানৈক্য দমনেও তৎপর রয়েছে দেশটি।
প্রতিক্ষণ/এডি/নূর