উপজেলা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

broad58যেকোনো উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই। এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই উপজেলা পর্যায়ে ব্রডব্যান্ড দিয়ে হাইস্পীড ইন্টারনেট চালু করবো। ফলে দেশের প্রশাসনিক সকল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অত্যন্ত সহজ ও ফলদায়ক হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার দুপুরে ‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গর্ভমেন্ট-বাংলাগভ.নেট প্রজেক্ট’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে রাজধানী থেকে দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যন্ত সরকারি অফিসসমূহকে একই ব্যাকবোন নেটওয়ার্কে নেয়া হবে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের ফলে সময় ও কাজের গতি বাড়িয়ে দিয়েছে। এ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে সরকারের কার্যক্রমে কোনো স্থবিরতা থাকবে না।সরকার রাজধানী থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত হাইস্পীড কানেকটিভিটির মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, সঠিকভাবে ই-গভর্নেন্স বাস্তবায়িত হলে গুড গভর্নেন্স বাস্তবায়ন সহজ হবে। যার মাধ্যমে সরকারের ২০২১ সালের মধ্যে মেধা ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস সফল হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদিক জনপ্রশাসনে আইসিটি ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে দক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা বৃদ্ধি, সম্পদের অপচয় রোধ ও সেবার গুণগত মান বৃদ্ধিতে এটি কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করেন।
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৫৮টি মন্ত্রণালয়/বিভাগ, ২২৭টি অধিদফতর/দফতর/সংস্থা, ৬৪টি জেলা ও প্রত্যেক জেলার একটি করে উপজেলা ব্যাকবোন নেটওয়ার্কের আওতায় চলে আসবে। এছাড়া প্রকল্পের আওতায় ঢাকাতে ৪৩ কিলোমিটার ফাইবার অপটিক লাইন স্থাপন করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G