পাকিস্তানে দাবদাহে নিহতের সংখ্যা আটশো ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :
প্রচণ্ড দাবদাহে পাকিস্তানের সিন্ধু প্রদেশে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে। জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বিপর্যস্ত জনগণকে জরুরী চিকিৎসা দিতে শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয়েছে।
হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে, এমনকি মর্গেও আর মৃতদেহ রাখবার জায়গা হচ্ছে না।
পাকিস্তানের রাজধানী করাচিতেই বেশি মানুষ আক্রান্ত হয়েছে, শুধু করাচিতেই মারা গেছে ৭৮০ জন। করাচিতে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে ফলে পানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে।
অবস্থা বেগতিক দেখে তাপপ্রবণ অঞ্চলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। তারা দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (এনডিএমএ) সহায়তা করবে।
এনডিএমএ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারা পেয়েছেন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এ প্রাণহাণির খবর জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব সায়িদ মাঙ্গনেজো বলেন, গত চারদিনে শহরের প্রধান স্বাস্থ্য কেন্দ্রে অতি গরমে ৬১২ জন মারা গেছেন। প্রাইভেট হাসপাতালে আরো ৮০ জন মারা যান।
বুধবার করাচির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের সবগুলো হাসপাতালেই হিটস্ট্রোকের রোগী উপচে পড়ছে বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার করাচি ছাড়াও সুক্কুর, ছোর, দাদু, লারকানা রোহরি ও নওয়াবশাহ এলাকার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। জাকোবাবাদ, মিথি ও মহেঞ্জোদারো এলাকায় ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাদিন, থাত্তা ও পাদিদান এলাকায় ছিল ৪১ ডিগ্রি ও হায়দারাবাদ এলাকায় ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
প্রতিক্ষণ/এডি/ফাহিম