ঈদে বখাটেদের ধরতে নারী পুলিশ!

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledঈদ আসলেই বেড়ে যায় শপিং। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে আসা তরুণীরা শিকার হন ইভটিজিংয়ের। বখাটেরা শপিং এ আসা তরুণীদের পিছু নিয়ে তাদেরকে যৌন হয়রানি করে থাকে। অনেক মানুষের ভির থাকায় তাদেরকে আর ধরা যায় না।তাই ভিড়ের মধ্যে ইভটিজিংয়ের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যান বখাটেরা।
তাই এবার বখাটেদের ধরতে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ইভটিজারদের ধরতে তিনি ঈদের বাজারে হবিগঞ্জের সুন্দরী পুলিশ কনস্টেবলদের ছদ্মবেশে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার হবিগঞ্জের আইনশৃঙ্খলা ও শহরে যানজটসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে অনেক নারী নিয়োগ পাচ্ছেন। হবিগঞ্জে কর্মরত নারী পুলিশ কনস্টেবলদের অনেকেই শহরের ডাকসাইটে সুন্দরীদের চেয়েও স্মার্ট। আসন্ন ঈদ বাজারে ইভটিজারদের ধরার জন্য এই সুন্দরী কনস্টেবলদের দিয়ে সাদা পোশাকে বিভিন্ন টিম করে কাজে লাগানো হবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G