আসতেছে চালকহীন গাড়ি

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

google_car_prototypeগাড়ির দুই আরোহীই ঘুমিয়ে! অথচ রাস্তা দিয়ে নির্দিষ্ট বেগে এগিয়ে যাচ্ছে গাড়িটি। কী আশ্চর্য! অথচ বাধা কাটিয়ে ঠিক এগিয়ে চলেছে গাড়িটি। এ টি কি কোনও রূপকথারে গল্প! না, বাস্তবেও ঠিক এমন ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। কারণ, খুব তাড়াতাড়ি গুগল বাজারে আনতে চলেছে স্বচালিত একটি গাড়ি।

গুগলের দাবি, এই গাড়ি বাজারে এলে গাড়ি চালানোর ঝক্কি আর পোয়াতে হবে না। ইতিমধ্যেই গাড়িটি শহরের রাস্তায় চালানোর অনুমোদনও দিয়েছে ক্যালিফোর্নিয়ার মোটর ভেহিকলস্। ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলতে পারে এই গাড়িটি। এমনিতে গাড়িটিতে ব্রেক, স্টিয়ারিং না থাকলেও আরোহী চাইলে সে গুলি লাগিয়ে নিজে চালাতেও পারে। গাড়িতে শুধুমাত্র দুই আরোহীর বসার জায়গা রয়েছে। গাড়িটি চালানো হবে জিপিএসের মাধ্যমে ।

আগেও গুগল এই গাড়ি বাজারে আনার চেষ্টা করেছিল। কিন্তু তখন পরীক্ষামূলক ভাবে রাস্তায় চালানোর সময়ে দুর্ঘটনা ঘটেছিল। গুগলের দাবি, এখনও পর্যন্ত মোট ১২ বার দুর্ঘটনায় পড়েছে এই গাড়ি। কিন্তু সব ক্ষেত্রেই দোষ নাকি মানবচালিত অন্য গাড়িগুলির এমন দাবী করেন গুগল।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G