বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

bsfঠাকুরগাঁও সীমান্ত থেকে জামাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল সোমবার রাত ১১ টায় দিকে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৬ পিলারের ভারতের অভ্যন্তরে তাকে আটক করা হয়। জামাল হোসেনের বাড়ি নেত্রকোনা জেলায়।

৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৩৯ ব্যাটালিয়নের বার ঘটিয়া ক্যাম্পের বিএসএফ টহল দল জামান হোসেনকে ধরে নিয়ে যায়।

আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। জামাল হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G