তেলাপিয়া মাছের রোগ ও প্রতিকার
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি চাষ হয়ে থাকে যে মাছটি তার নাম তেলাপিয়া। তেলাপিয়া উৎপাদনে এশিয়ার মধ্যে বাংলাদেশের স্থান ৮ম। বাংলাদেশে বছরে প্রায় ২.৬ মিলিয়ন টন তেলাপিয়া উৎপাদন হয়। তেলাপিয়া মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। অনেকেই আছেন যারা তেলাপিয়া মাছের রোগ ও তার প্রতিকার সম্পর্কে না জানার কারণে মাছ চাষ করে লাভবান হতে পারছেন না। তাই আসুন তেলাপিয়া মাছের রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জেনে নেইঃ
রোগের লক্ষণ :
১. মাছের কানফোর কিছু অংশ বিবর্ণ হয়ে যায়,
২. অঙ্কীয়দেশে কিছু অনাকাংক্ষিত দাগ দেখা যায়,
৩. মাছের পিত্তথলী স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে যায়,
৪. কেবল ১০০ থেকে ৪০০ গ্রামের মাছেই এই রোগ দেখা যায়,
৫. আক্রান্ত- হওয়ার সাথে সাথে মাছ দ্রুত মারা যায়,
৬. মৃত্যুর আগে মাছগুলো কুণ্ডলি আকারে ঘোরাফেরা করে।
প্রতীকারের উপায়ঃ
১. খাঁচায় অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে হবে,
২. খাঁচায় মাছের ঘনত্ব কমাতে হবে,
৩. খাদ্য সরবরাহ কমাতে হবে,
৪. নেট পরিস্কার রাখতে হবে,
৫. এন্টিবায়োটিক ডোজ বাড়াতে হবে,
৬. খাঁচাগুলো সারিবদ্ধভাবে না রেখে আঁকাবাঁকা করে রাখা যেতে পারে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল