জুমার নামাজ পড়া হলো না হানির

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ পূর্বাহ্ণ

Plestineপবিত্র আল আকসা মসজিদে গিয়ে শুক্রবার জুমার নামাজ আদায় করা হলো না ফিলিস্তিনী যুবক মোহাম্মাদ হানি আল কাসবেহর। এর আগেই ইসরায়েলী সেনার গুলিতে চলে গেল ১৭ বছর বয়সী হানির তাজা প্রাণ।

২০০২ সালে জেরুজালেমের উত্তরের কালান্দিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলী সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় হানির দুই ভাই ইয়াসির ও সামারের।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে,শুক্রবার আল আকসা মসজিদে গিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশে জেরুজালেম ও রামাল্লাহর মধ্যবর্তী আল রাম এলাকায় বিভাজন দেয়াল টপকানোর চেষ্টা করে হানি। এ সময় কালান্দিয়া সামরিক চেকপোস্ট থেকে ইসরায়েলী সেনারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন হানি।

এরপর কয়েকজন যুবক তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। রামাল্লাহর প্যালেস্টাইন মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানান,হানিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত,৬০ বছরের কম বয়সীদের আল আকসা মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে ইসরায়েলী বাহিনী। হয়ত সে কারণে জুমার নামাজ আদায় করতে দেয়াল টপকে মসজিদে যাওয়ার চেষ্টা করেছিল হানি।

ফিলিস্তিনী মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে,চলতি বছর ইসরায়েলী সেনার গুলিতে ২২ ফিলিস্তিনী নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজা থেকে দুই হাজার ৪৫৬ ফিলিস্তিনীকে আটক করেছে ইসরায়েলী সেনারা।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G