সৌরশক্তি চালিত বিমান আকাশে

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

solar_impulse_2_hawaiiএই প্রথম সৌরশক্তি চালিত কোন বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিল।

সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস, অবশেষে ৭ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে।

পৃথিবী পরিক্রমা শেষ করতে বিমানটিকে আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে হবে। প্রায় ১১৮ ঘণ্টার যাত্রাপথ শেষে হা্ওয়াইএর স্থানীয় সময় বিকাল ৬টার বিমানটি সেখানে অবতরণ করে।

এককভাবে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন বিমানের একমাত্র চালক ও যাত্রী আন্দ্রে বোর্শবার্গ।

তিনি বলেছেন, বিমানটি চালিয়ে তিনি খুবই আনন্দিত,কারণ এটি তার জন্য ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। এখন বিমানটি কয়েকদিন পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে। পরবর্তী ধাপে হাওয়াই থেকে বিমানটি আমেরিকার অ্যারিজোনার ফিনিক্সের উদ্দেশ্যে যাত্রা করবে।

solar_impulseসেখান থেকে নিউইয়র্ক হয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাবে।

৯ই মার্চ আবু ধাবি থেকে যাত্রা শুরুর পর ওমান, ভারত, মিয়ানমার ও চীনে কয়েক দফা যাত্রা বিরতি করে বিমানটি।

এপ্রিলে খারাপ আবহাওয়ার কারণে চীনের নানজিংয়ে বিমানটিকে পাচসপ্তাহ বসে থাকতে হয়। ২৮শে জুন বিমানটি জাপান থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

জীবাস্মবিহীন জ্বালানি ব্যবহারে উৎসাহ যোগাতে সৌরশক্তি চালিত সোলার ইমপালস পৃথিবী প্রদক্ষিণ করছে। আবু ধাবি থেকে যাত্রা শুরু করে, সেখানে গিয়েই আবার তার যাত্রা শেষ হবে।

সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G